ধরো, কাল তোমার এক্সাম। পড়তে ভালো লাগছে না? ইউটিউব অন করে দেখে ফেলতে পারো সেই বিষয় সম্পর্কিত টিউটোরিয়ালগুলো।
অথবা স্কুলের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। টিচাররা বলে দিয়েছেন, শাড়ি পরা বাধ্যতামূলক। কিন্তু শাড়ি কিভাবে পরতে হয়? চিন্তা নেই! আছে ইউটিউব।
রোজকার এরকম আরো অসংখ্য ছোটবড় প্রয়োজনে আলাদীনের দৈত্যের মতোন আমাদের পাশে থেকে সাহায্য করে যাচ্ছে ইউটিউব।
এক নজরে দেখে নেই আমরা কী কী শিখবোঃ
- প্রফেশনাল একটি চ্যানেইল খোলা ও ভেরিফাইড করা
- চ্যানেল কাস্টমাইজড করে সাজানো
- চ্যানেল লোগো ও কভার বানানো
- কি কনটেণ্ট নিয়ে কাজ করবো
- ভিডিও আপলোড
- অফলাইন এসইও
- অনলাইন এসইও
- থাম্বেনেইল বানানো
- চ্যানেল থেকে কিভাবে টাকা উপার্জন করতে পারবেন
- মনিটাইজেড চালু করা ও এমসিএন চালু
- ভিডিও এডিটিং বেসিক টু এডভান্স
ফ্রি প্রফেশনাল সাইট বানিয়ে ভিডিও র্যাঙ্ক করা ইত্যাদি আরো বিস্তারির আলোচনা করা হবে।
তাই দেড়ী না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকোন টি অন করে দিন যেন। নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।
No comments:
Post a Comment