YouTube Marketing - Cyber Tech

Breaking

সাইবার টেক ওয়েব পেইজে আপনাকে স্বাগতম।নিত্য-নতুন কিছু শেখার জন্য আমাদের সাথেই থাকুন।আর যেকোন কাজ শেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।নিত্য নতুন এই দুনিয়াতে আমরা কেউ পিছিয়ে নই।আপনি ও পারবেন ঘরে বসে যেকোন কাজ করেতে।প্রযুক্তি ছোয়া লেগে থাকুক সবার ঘরে ঘরে।

Post Top Ad

Post Top Ad

YouTube Marketing

ইউটিউব হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। বর্তমানে ইউটিউব শব্দটার সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন প্রায় সকল প্রকার কাজে ইউটিউব এর ব্যবহার অতুলনীয়।
ধরোকাল তোমার এক্সাম। পড়তে ভালো লাগছে নাইউটিউব অন করে দেখে ফেলতে পারো সেই বিষয় সম্পর্কিত টিউটোরিয়ালগুলো।
অথবা স্কুলের কোনো সাংস্কৃতিক  অনুষ্ঠান। টিচাররা বলে দিয়েছেনশাড়ি পরা বাধ্যতামূলক। কিন্তু শাড়ি কিভাবে পরতে হয়চিন্তা নেইআছে ইউটিউব।
রোজকার এরকম আরো অসংখ্য ছোটবড় প্রয়োজনে আলাদীনের দৈত্যের মতোন আমাদের পাশে থেকে সাহায্য করে যাচ্ছে ইউটিউব।

এক নজরে দেখে নেই আমরা কী কী শিখবোঃ
  1. প্রফেশনাল একটি চ্যানেইল খোলা ও ভেরিফাইড করা
  2. চ্যানেল কাস্টমাইজড করে সাজানো
  3. চ্যানেল লোগো ও কভার বানানো
  4. কি কনটেণ্ট নিয়ে কাজ করবো
  5. ভিডিও আপলোড
  6. অফলাইন এসইও
  7. অনলাইন এসইও
  8. থাম্বেনেইল বানানো
  9. চ্যানেল থেকে কিভাবে টাকা উপার্জন করতে পারবেন
  10. মনিটাইজেড চালু করা ও এমসিএন চালু
  11. ভিডিও এডিটিং বেসিক টু এডভান্স
ফ্রি প্রফেশনাল সাইট বানিয়ে ভিডিও র‍্যাঙ্ক করা ইত্যাদি আরো বিস্তারির আলোচনা করা হবে।
তাই দেড়ী না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকোন টি অন করে দিন যেন। নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad